২৩ অক্টোবর, ২০১৭ ১৩:৩৭

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি

ময়মনসিংহ প্রতিনিধি:

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি

“পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যনিটেশনের সম্ভাবনা” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্যানিটেশন উপলক্ষে সচেতনাতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর