২৩ অক্টোবর, ২০১৭ ২২:১০

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য বাড়িটির চারপাশে অবস্থান নেয়। 

জানা গেছে, বাড়ির মালিকের নাম মোজাফফর। তবে বাড়িটির ভেতরে কে বা কারা আছে তা জানা যায়নি। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগদাহ গ্রামে টিনের চালের আধাপাকা এ বাড়িটির সামনে দিয়ে একটি কাঁচা রাস্তা রয়েছে। পুলিশ বাড়িটির পাশ থেকে স্থানীয়দের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আপনাদের পরে ব্রিফ করা জানানো হবে।।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একটি ইউনিট সন্ধ্যায় বাড়িটি ঘেরাও করে।

রাত পৌনে ৮টার দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, কোতোয়ালী থানার ওসি আজমল হুদাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সিটিটিসি'র সঙ্গে যোগ দেন। তাদের সঙ্গে বোম্ব ডিজপোজাল ইউনিট, গোয়েন্দা পুলিশ, বগুড়া পুলিশসহ ৬/৭টি টিম যোগ দিয়েছে।

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর