২৪ অক্টোবর, ২০১৭ ১৬:৪৩

চুয়াডাঙ্গায় তিন ফার্মেসিকে জরিমানা

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় তিন ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে জারিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। ওই তিন ফার্মেমিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ বাজারের হক মেডিকেল হল, মেসার্স নাজমুল মেডিকেল হল ও মাস্টার ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনটি প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধ ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গার মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। 
তিনটি প্রতিষ্ঠানই জরিমানার টাকা অভিযান চলাকালেই পরিশোধ করে। 

বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর