শিরোনাম
২৪ অক্টোবর, ২০১৭ ১৭:০৪

চুয়াডাঙ্গার দুদকের গণশুনানি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুদকের গণশুনানি

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শ্লোগানে চুয়াডাঙ্গার দামুড়হুদায় দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেন, বিশ্বে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এখন তা অনেকাংশে কমে এসেছে। আর দুর্নীতি দমন কমিশনের পদক্ষেপের ফলে তা সম্ভব হয়েছে।

এর আগে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি দল। হাসপাতাল পরিদর্শনকালে প্রতিনিধিদল বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেন। এসব অনিয়মের ব্যাপারে লিখিতভাবে জানানোর জন্য চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে নির্দেশ দেন। 

বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর