১৭ নভেম্বর, ২০১৭ ২০:৩৭

৩ বছরেও সুস্থ হয়নি বিলকিস, বিত্তবানদের সহযোগিতা চায় পরিবার

নাটোর প্রতিনিধি:

৩ বছরেও সুস্থ হয়নি বিলকিস, বিত্তবানদের সহযোগিতা চায় পরিবার

‘১০ কাঠা জমি, তিনডে গরু, একটা স্যালো মেশিন আর নগদ আয়ের উৎস হপার মেশিন (গমসহ চৈতালী ফসল সংগ্রহে ব্যবহৃত) বেইচে মেয়েডারে চিকিৎসা করাইছি, কিন্তু মেয়ে আমার এখনও সুস্থ হইলো না। প্রতি মাসে ৫ হাজার টাকার ওষুধই লাগে, সংসার খরচ আছে-এসব খরচ যোগাতে এখন আমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাই। তবু যদি মেয়েডা আমার সুস্থ হয়’। অশ্রু মুছতে মুছতে কথাগুলো বলছিলেন ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে দেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া চাটমোহরের ছাইখোলা গ্রামের বিলকিস খাতুনের বাবা আজাহার আলী। সম্প্রতি বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে মেয়েসহ তিনি তার দুর্দশার কথা জানিয়ে মেয়ের চিকিৎসার জন্য সরকারী-বেসরকারী বিভিন্ন মহলের কাছে আর্থিক সাহায্য কামনা করেন। 

জানা যায়, সেদিন বড় বোন আঞ্জুয়ারা খাতুনকে ডাক্তার দেখিয়ে বনপাড়া থেকে অথৈ পরিবহণে বাড়ি ফেরার পথে রেজুর মোড়ের মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে সেখান থেকে তাকে প্রথমে বনপাড়ায় ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের কারণে দীর্ঘ ৪৩ দিন তার জ্ঞান ছিলো না, প্রায় তিন মাসের বেশি সময় স্মৃতিশক্তি হারানো অবস্থায় ছিলো সে। এছাড়া বাম পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের অসংখ্য স্থানে বাসের জানালার ভাঙা কাঁচ ঢুকেছিল। দফায় দফায় অপারেশন আর ঔষধের ব্যায় মেটাতে ইতোমধ্যে একমাত্র ভিটেবাড়ি ছাড়া সব কিছু বিক্রি করে প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ করেছে বিলকিসের বাবা। কিন্তুএখনও পুরোপুরি সুস্থ নয় বিলকিস খাতুন। এ অবস্থায়ই একে একে ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাশ করেছে সে। 

বর্তমানে বিলকিস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. সাঈদ আহমেদ বাবুর তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছে। তার পায়ের হাড় জোড়া লাগানোর জন্য প্রায় সাড়ে চার কেজি ওজনের লোহার পাত পায়ের সঙ্গে লাগিয়ে রাখা হয়েছে। দিনের অধিকাংশ সময় তাকে বিছানায় শুয়েই কাটাতে হয়। একটু হাঁটাচলা করলে পা ফুলে গিয়ে রক্ত পড়ে। প্রতি সপ্তাহে ঔষধ বাবদ তার ১২শ' টাকা করে খরচ হয়। অসুস্থ বিলকিস খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, আমি আরো লেখাপড়া শিখতে চাই। কিন্তু অর্থাভাবে আমার চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। সরকারীভাবে বা কোন সহৃদয়বান ব্যক্তি আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করলে সুস্থ হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে আমি দেশ ও দশের সেবা করতে চাই। 

দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা বিলকিসের সহযোগিতায় এগিয়ে আসতে চাইলে এ নম্বরে (০১৭৪৩-২২৯২৪০) যোগাযোগ করা যাবে।


বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর