১৭ নভেম্বর, ২০১৭ ২১:১৩

ধুনটে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শ্রীমতি সোমা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে বগুড়ার ধুনট সদরের মালোপাড়া গ্রামের ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রীমতি সোমা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার গার্মেন্টস কর্মী প্রভাত হাওলদারের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার শ্রীমতি সোমা তার নানীর সাথে ধুনট সদরের মালোপাড়া গ্রামে তার মামাতো বোনের স্বামী নয়ন চন্দ্রের বাড়ীতে বিয়ের নিমন্ত্রণে আসে। শুক্রবার দুপুরে শ্রীমতি সোমা পাশ্ববর্তী আরেক বালিকা শ্রীমতি রিতুর সাথে ইছামতি নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শ্রীমতি সোমাকে হঠাৎ দেখতে না পেয়ে শ্রীমতি রিতু চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন সোমাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর