১৮ নভেম্বর, ২০১৭ ১১:৫২

তাড়াইলে দুটি পাটগুদামে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

তাড়াইলে দুটি পাটগুদামে আগুন

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে আগুনে দুটি পাটের গুদাম পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সোয়া চারটার দিকে তাড়াইল বাজারের ব্যক্তি মালিকানাধীন দুটি পাটের গুদামে আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে তাড়াইল, কিশোরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
একটি গুদামের মালিক নিরঞ্জন সরকার বলেন, তার গুদামে দুই হাজার একশ মণ পাট ছিল। অন্য গুদামের মালিক নিখিল পাল বলেন, তার গুদামে এক হাজার ১৫০ মণ পাট ও ৫০ বস্তা বাদাম ছিল। আগুনে সবই পুড়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, একটি থেকে অন্য গুদামের দূরত্ব প্রায় আড়াই শ' গজ হবে। একই সময়ে দুটি গুদামে আগুন লাগা রহস্যজনক। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর