১৮ নভেম্বর, ২০১৭ ১৯:০৭

চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় বিভাগীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় বিভাগীয় সম্মেলন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিকরণের দাবিতে বগুড়ায় রাজশাহী বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ বগুড়া শহরের নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী।  এতে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি। 

প্রধান বক্তা ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন ডা. এ জি খাঁন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতি. মহাসচিব জাকির হোসেন, বাকশিস প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সামছুল হক, সহকারী মহাসচিব অধ্যক্ষ সামছুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দপ্তর সচিব অধ্যক্ষ সেলিম মিয়া, জেলা নেতা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মোকছেদুল আলম, মিজানুর রহমান, আজিজুল হক রাজা প্রমুখ।

সম্মেলনে অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ওবায়দুর রহমান বেনুকে সাংগঠনিক সম্পাদক করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখা, শহীদুল ইসলামকে সভাপতি, মিজানুর রহমানকে সা. সম্পাদক, আব্দুল হাইকে সাংগঠনিক সম্পাদক করে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, ফেরদৌস আলমকে সাধারণ সম্পাদক করে কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বগুড়া জেলা কমিটি গঠন করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর