১৮ নভেম্বর, ২০১৭ ২০:১০

সাভারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সাভারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

সাভারের এক ক্লিনিকে ভুল চিকিৎসায় সোহাগ নামে সাত মাসের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার 'রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডা. টিটু শিশুটিকে সুন্নতে খতনা করার জন্য অনকলে সাভারের রেজিয়া ক্লিনিকে আসেন। পরে শিশুটিকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। এরপর আর শিশুটির জ্ঞান ফিরিয়ে আনতে পারেনি।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যু হয়েছে বুঝতে পেরে সরল-সহজ সোহাগের বাবা-মাকে উন্নত চিকিৎসার কথা বলে এনাম মেডিকেল হাসপাতালে পাঠায়। এনাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন! 

অন্যদিকে, ছেলেটির মা-বাবা পুনরায় রেজিয়া ক্লিনিকে আসলে কর্তৃপক্ষ তাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। সে সময় রাতুল নামের বড় মাপের একজন সাংবাদিক বলে পরিচয় দিয়ে হৈ চৈ করলে সোহাগের বাবা-মাকে পুলিশে দিবে বলে ভয় দেখায়। পরে সোহাগের বাবা-মা কান্নাকাটি করে ছেলের লাশ নিয়ে বাড়ি চলে যান! এখন সাংবাদিক রাতুলের ভয়ে অসহায় বাবা-মা থানায় মামলা করতেও সাহস পাচ্ছে না!

বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর