১৮ নভেম্বর, ২০১৭ ২০:২৪

রূপগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রিতু আক্তার নামে নবম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। আজ ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশ ক্রমে পুলিশ প্রশাসন এ বিয়ে বন্ধ করে দেন। রিতু আক্তার উপজেলার সদর ইউনিয়নের ভিংরাব এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। এছাড়া রিতু স্থানীয় জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ আসার টের পেয়ে বর পক্ষ আগেই পালিয়ে যায়। পরে স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং যাচাই-বাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেন। এসময় ওই শিক্ষার্থীর পরিবার আর বাল্যবিয়ে দিবেন না বলে প্রতিশ্রুতি দেন। ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকদের সমন্বয়ে শিক্ষার্থী রিতু আক্তার আলোর মুখ দেখেছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর