১৯ নভেম্বর, ২০১৭ ১৪:৪৮

প্রতিপক্ষের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের ৬ নেতাকর্মী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রতিপক্ষের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের ৬ নেতাকর্মী আহত
খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজে প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৬ নেতাকর্মী আহত হয়েছে। ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত খীসা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদকে দায়ী করা হয়েছে। আজ সকালে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে এই হামলার ঘটনা ঘটে। 
 
জানা গেছে, সকালে একদল বহিরাগত কলেজ ক্যাম্পাসে এসে কলেজ ছাত্রদের উপর হামলা চালায়। হামলাকারিরা দা, কিরিচ, রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত ছিল। হামলায় এমএন লারমাপন্থী জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ৬ নেতাকর্মী জখম হন। এদের মধ্যে সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমা ও রণোজিত চাকমার অবস্থা গুরুতর। তাদেরকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
 
পিসিপি‘র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজ্যময় চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও তাদের অনুগত বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করেছেন। 
এই ঘটনায় দীঘিনালা কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। 
 
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর