১৯ নভেম্বর, ২০১৭ ১৬:৩৯

নোয়াখালীতে সড়ক কর্মচারীদের বিক্ষোভ-কর্ম বিরতি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সড়ক কর্মচারীদের বিক্ষোভ-কর্ম বিরতি

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন এবং সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচাজড ২৬৬৭ জন কর্মচারীসহ ৭ হাজর ৫৯জন কর্মচারীর চাকুরী রাজস্ব খাতে নেয়ার দাবিতে রবিবার সকাল থেকে নোয়াখালীতে সড়ক কর্মচারীরা আন্দোলন করেছেন। এসময় তারা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করে এবং কর্ম বিরতি পালন করছে।

গত ৫ তারিখ থেকে সড়ক অফিসে অচল হয়ে পড়ছে। ভেঙ্গে পড়েছে কার্যক্রম, সরে জমিনে গিয়ে সড়ক অফিসের বিভিন্ন কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।

এ সমাবেশে নেতৃত্বে দেন নোয়াখালী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল করিম মন্টু, সাধারণ সম্পাদক নুর নবী, নুর ইসলাম, সহ-সভাপতি মোঃ সফিক, ও দেলোয়ার হোসেন। গত কয়েক দিন থেকে তারা আন্দোলন করে আসছেন। 

বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর