২০ নভেম্বর, ২০১৭ ১২:২৪

ঠাকুরগাঁওয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও কালেকক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। ওই অধ্যক্ষের বিরুদ্ধে ঠাকুরগাঁও প্রেসক্লাবে অভিভাবকের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে। 

লিখিত অভিযোগে ২০টি কারণ উল্লেখ্য করে ৩০ জন শিক্ষকের অস্তিত্বের সার্থে এসব অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যক্ষ নলিনী মোহান্তের অপসারণ দাবি করা হয়। পাঠদান কক্ষে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা, শিক্ষকদের সাথে খারাপ আচরণ, প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ দেখিয়ে অতিরিক্ত বিল ভাউচার করাসহ বেশকিছু অনিয়মের অভিযোগে উল্লেখ করে। 

স্কুলের কয়েকজন শিক্ষক জানান, স্কুলটি টিকিয়ে রাখতে হলে এসব অভিযোগ সুষ্ঠুভাবে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা মনে করি আনিত অভিযোগগুলো দৃষ্টান্ত। অধ্যক্ষের কারণে দিন দিন স্কুলটির শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। এখনি এ বিষয়ে পদক্ষেপ না নিলে শিক্ষার মান আরো খারাপ হওয়ার আশংকা রয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও কালেকক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহান্তের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ পুরোনো বলে এড়িয়ে যান। 


বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর