২০ নভেম্বর, ২০১৭ ১৬:৪০

জাতির পিতার সমাধীতে মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি:

জাতির পিতার সমাধীতে মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা

ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের প্রধান উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশ সরকারের গার্ড অব অনার প্রদানের নেতৃত্বদানকারী সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ বীর বীক্রমের নেতৃত্বে জাতির পিতার সামাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সুখি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুল হক, মহাসচিব নাজমুল হাসান পাখী, ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর