২০ নভেম্বর, ২০১৭ ১৭:১১

বিরামপুরে ৫৮৫ বোতল ফেনসিডিল জব্দ

দিনাজপুর প্রতিনিধি:

বিরামপুরে ৫৮৫ বোতল ফেনসিডিল জব্দ

দিনাজপুরের বিরামপুরে মাছের ড্রামের ভেতর থেকে ৫শ' ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। বিরামপুরের মির্জাপুর মোড় এলাকা থেকে ফেনসিডিলসহ পিকআপটি আজ জব্দ করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি রেখে চালক পালিয়ে যায়। 

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার থেকে মাছের ড্রামবাহী পিকআপে ফেনসিডিলের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে হাইরোডে টহল দলকে দক্ষিণ রেলগেটে অবস্থান নিতে বলেন। সোমবার ভোরে নীল ড্র্রামবাহী পিকআপটিকে পুলিশ ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে মির্জাপুর মোড়ে পিকআপ থামিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ দল পিকআপটি থানায় নিয়ে আসেন। পরে পিকআপের উপর মাছের ড্রাম থেকে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় প্রেস ব্রিফিংয়ের সময় বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমানের উপস্থিতিতে থানার ওসি মোখলেছুর রহমান দুঃসাহসী কনস্টেবল ফিরোজ আলমকে তাৎক্ষণিক ভাবে দুই হাজার টাকা পুরষ্কার প্রদান করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর