২০ নভেম্বর, ২০১৭ ২০:১৩

টঙ্গীতে 'বিশেষ কারণে'একদিন আগেই জোড় ইজতেমার সমাপ্তি !

টঙ্গী প্রতিনিধি:

টঙ্গীতে 'বিশেষ কারণে'একদিন আগেই জোড় ইজতেমার সমাপ্তি !

টঙ্গীর ঐতিহ্যবাহী কহর দরিয়া (তুরাগ) নদীর তীরে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা সফল করার উদ্দেশ্যে গত শুক্রবার থেকে ৫দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। আজ মঙ্গলবার দুপুরের পূর্বে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও কারণবশত গতকাল সোমবার সন্ধ্যায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি ঘটে। 

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়ের আহম্মদ। মোনাজাত শেষে অনেক মুসল্লি ময়দান ত্যাগ করলেও অনেকে ময়দানে অবস্থান করছেন। এব্যাপারে বিশ্ব ইজতেমা ময়দানের মুরুব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিশেষ কারণে এবার একদিন আগেই মোনাজাত হয়েছে। তবে কী কারণে একদিন আগেই মোনাজাত শেষ হল সে বিষয়ে কথা বলতে চাননি তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর