২১ নভেম্বর, ২০১৭ ০৮:১৫

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সিরাজগঞ্জে তিনটি অভিজাত রেস্তোরাঁ ও তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চালানো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের চালানো ওই অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে মাদক বিক্রেতা মন্টু সেখকে (২৮) ৬ মাস এবং   মাহমুদুল হাসান (৩০) নামে এক ল্যাব টেকনোলজিস্টকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম। এ সময় স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি তানভীর ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক, বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাঈম মো. কাজী নুরুন্নবী উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর