২১ নভেম্বর, ২০১৭ ১৫:৫৯

নেত্রকোনায় হত্যা মামলায় আসামির যাবজ্জীবন সাজা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় হত্যা মামলায় আসামির যাবজ্জীবন সাজা

নেত্রকোনায় মইনুল হাসান কল্লোল হত্যা মামলার রায়ে আসামি আ. ছালামকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের জেল দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।  আজ দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। 

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার রাউতপাড়া গ্রামের মইনুল হাসান কল্লোল দূর সর্ম্পকের শালি বাড়তলী বানিহারি গ্রামের আবুল হোসেনর মেয়ে বিলকিস আক্তারের বাড়িতে যাওয়া-আসা করত।  এদিকে বিলকিস আক্তারের সাথে ৬ বছর প্রেমের সম্পর্ক একই এলাকার স্বস্থি মোড়লের ছেলে আ. ছালামের।  আ. ছালাম বিদেশ থেকে ফেরত এসে বিলকিসের সাথে বিয়ের কথা বলতে থাকে। পরবর্তীতে ছালাম ফেরত আসলে বিলকিসের বাড়িতে ভগ্নিপতি কল্লোলের অনাগোনায় সম্পর্কের অবনতি ঘটে।  এ নিয়ে বিলকিসের বিদেশ ফেরত প্রেমিক আ. ছালামের সাথে ভগ্নিপতি কল্লোলের গত ২০১০ সনের ১৪ সেপ্টেম্বর ঝগড়া বাঁধে।  এরই এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছালাম কল্লোলকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর কল্লোলের স্ত্রী সুরমা আক্তার বাদী হয়ে ৮ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আ. ছালামকে একমাত্র আসামি করে ২০১২ সনের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।  ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন, পিপি এডভোকেট সাইফুল আলম প্রদীপ ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জসিম উদ্দিন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর