২১ নভেম্বর, ২০১৭ ১৬:২৯

মেহেন্দিগঞ্জে সমাপনী পরীক্ষায় প্রক্সি, দুই শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


মেহেন্দিগঞ্জে সমাপনী পরীক্ষায় প্রক্সি, দুই শিক্ষার্থী বহিষ্কার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে অপরের হয়ে পরীক্ষা দেয়ায় (প্রক্সি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে বহিষ্কৃতরা হলো সাদেকপুর দাখিল মাদ্রাসার ছাত্র তানিম হোসেন ও উপজেলার আনন্দ স্কুলের ছাত্রী রাত্রী। 

ওই কেন্দ্রের সচিব আল আফছার জানান, মঙ্গলবার সমাজ পরীক্ষা চলাকালে ইউএনও কেন্দ্র পরিদর্শন করেন। তার সন্দেহ হলে প্রক্সি দিতে আসা উপজেলার সাদেকপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র নোমান এবং উপজেলার আনন্দ স্কুলের নবম শ্রেণির ছাত্র সীমা আক্তারকে লাইব্রেরিতে নিয়ে যান। 

ইউএনও দীপক কুমার রায় জানান, জিজ্ঞাসাবাদে ওই দুইজন স্বীকার করেন নোমান একই মাদ্রাসার তানিমের স্থলে এবং সীমা তার মামাতো বোন ও একই স্কুলের ছাত্রী রাত্রীর স্থলে পরীক্ষা দিচ্ছিল। পরবর্তীতে তানিম ও রাত্রীর অভিভাবকদের ডেকে তাদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেয়া হয়। আর প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে তুলে দিয়ে সতর্ক করে দেয়া হয়।

বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর