শিরোনাম
২১ নভেম্বর, ২০১৭ ১৮:১০

লাউয়াছড়ায় গাড়িচাপায় দুর্লভ সাপ শঙ্খিনী'র মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

লাউয়াছড়ায় গাড়িচাপায় দুর্লভ সাপ শঙ্খিনী'র মৃত্যু

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়িচাপায় দুর্লভ প্রজাতির শঙ্খিনী সাপ মারা গেছে। এর ইংরেজি নাম (banded crait)।  আজ ভোর রাতে রাস্তা পারাপারের সময় সাপটি মারা যায়।  

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, এটি একটি দুর্লভ সাপ। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান গেইট থেকে আধা কিলোমিটার দূরে সাপটি মারা যায়।  এর আগেও আরো কয়েকটি শঙ্খিনী সাপ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এর প্রধান নির্বাহী ও সরীসৃপ গবেষক শাহরিরায় সিজার রহমান বলেন, সকড় দুর্ঘটনায় সাপ মারা যাবার খবর পেলে আমাদের খুবই কষ্ট হয়। কারণ এটা আমাদের প্রকৃতির জন্য ভাল নয়। তাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাণীদের বাঁচিয়ে রাখতে বনের ভেতর থেকে সড়ক ও রেল পথ সরিয়ে নেয়া দরকার।  


বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর