২১ নভেম্বর, ২০১৭ ১৮:২৪

শিক্ষকের ভুলে চলতি শিক্ষা বছর হারিয়ে যাওয়ার আশঙ্কা ৮ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

শিক্ষকের ভুলে চলতি শিক্ষা বছর হারিয়ে যাওয়ার আশঙ্কা ৮ শিক্ষার্থীর

বরিশালে শিক্ষকের ভুলে ৮ শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সরকারি বরিশাল কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেনের ভুলে ৮ শিক্ষার্থী ওই কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি বঞ্চিত হয়েছেন। চলতি শিক্ষাবর্ষে আদৌ তারা ভর্তি হতে পারবেন কী-না, তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ধামচাপা দিতে কলেজ কর্তৃপক্ষ ব্যাংকে জমা দেওয়া টাকা শিক্ষার্থীদের ফিরিয়ে দিয়েও টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। 

আজ সুজন বেপারী, সেতু দাস, শান্তা আক্তার, শাকিব-উল হক, রাশেদ আলী, মো. মাসুম, ইসরাত জাহান ও তপু হাওলাদার নামে ৮ শিক্ষার্থী বরিশাল প্রেসক্লাবে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।  লিখিত বক্তব্যে তারা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি) প্রকাশিত ভর্তির মেধা তালিকায় তাদের নাম থাকায় তারা গত ২২ অক্টোবর নির্ধারিত ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে সরকারি বরিশাল কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হন। ব্যাংকে জমা দেয়া টাকার চালন নম্বর ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে জাতীয় বিশ্বাবিদ্যালয়ে প্রেরণের নির্দেশ থাকলেও দায়িত্বরত শিক্ষক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ৩০ অক্টোবর প্রেরণ করেন। বিলম্বে প্রেরণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই টাকা গ্রহণ করেনি। এ কারণে ৮ শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত হয়নি। এ জন্য কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে বারবার চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে। 

এ অবস্থায় গত রবিবার সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ৮ শিক্ষার্থীকে কলেজে ডেকে নিয়ে তারা ‘স্বেচ্ছায় টাকা ফেরত নিচ্ছে’ এমন আবেদন করিয়ে তাদেরকে টাকা ফেরত দেন। 
শিক্ষার্থীরা জানান, তাদের টাকা ফেরত দেওয়া হলেও শিক্ষকরা আশ্বাস দিচ্ছেন রিজিল পেপাপের মাধ্যমে খুব শিঘ্রই তাদেরকে ভর্তি করিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীরা মনে করেন, কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা ধামচাপা দিতে তাদের এমন মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে।  

এ প্রসঙ্গে সরকারি বরিশাল কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম বলেন, কলেজের এক শিক্ষকের ভুলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিনসহ উচ্চ পর্যায়ে এ বিষয়ে করণীয় নিয়ে কথা বলেছেন। তারা শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষেই ভর্তির আশ্বাস দিয়েছেন। ভর্তির টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পেলেই শিক্ষার্থীদের কাছ থেকে ফের টাকা নিয়ে ভর্তি নিশ্চিত করবেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর