২১ নভেম্বর, ২০১৭ ১৯:৪০

নেত্রকোনায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতবিনিময় সভা

নেত্রকানা প্রতিনিধি:

নেত্রকোনায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতবিনিময় সভা

'দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা, আসুন দুর্নীতিকে প্রতিহত করি' এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় পালিত হলো দুর্নীতি প্রতিরোধ কমিটির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহযোগিতায় নেত্রকানা জেলা কমিটি এই মত বিনিময় সভার আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ মতিন্দ্র চন্দ্র সরকার, জেলা কমিটির সম্পাদক আলী আমজাদ, মডেল থানার ওসি আমীর তৈমুর ইলীসহ কমিটির সদস্যবৃন্দরা। 

এসময় প্রধান অতিথি বলেন, শুধুমাত্র টাকায় দুর্নীতি হচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে সমাজে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় দুর্নীতি চলছে। আর এ সকল দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রত্যেককে নিজের ভেতর থেকে সৎ নিষ্ঠাবান হতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ হবে। পরে শপথবাক্য পাঠ করিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়। 


বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর