২১ নভেম্বর, ২০১৭ ১৯:৫১

ফরিদপুরে পিএসসি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পিএসসি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরঅযোধ্যার নতুন ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীনি আঁখি নূর (১২) এর বিয়ে বন্ধ করে দিয়েছেন ইউএনও মোঃ সগীর হোসেন। একই এলাকার নতুন ডাঙ্গী গ্রামের মৃত সাহাজদ্দিন মুসুল্লির ছেলে রেজাউল করিম (২৮) এর সাথে মঙ্গলবার রাতে ওই পরীক্ষার্থীর বিয়ের দিন নির্ধারন করা হয়েছিল। 

এ খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩ টায় ইউএনও’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ওই পরীক্ষার্থীর বাড়িতে অভিযান চালান। অভিযানে পরীক্ষার্থী আঁখি নূর এর পিতা রাজা বিশ্বাস, এলাকার গণ্যমান্য ও ইউপি সদস্যরা এ বাল্য বিয়ে বন্ধ রাখবেন বলে ইউএনও’র কাছে অঙ্গিকার পত্র দেন। এ সময় ছেলের (বর) বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পাওয়া গেলেও অভিভাবকরা এ বিয়ে বন্ধ রাখার অঙ্গিকার করেন। 

জানা যায়, পিএসসি পরীক্ষার্থী আঁখি নূর (১২) উপজেলার নতুন ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী। সে উপজেলার চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। আঁখি নূরের পিতা-মাতা একই গ্রামের রেজাউল করিমের অর্থ বিত্তের লোভের বশে শিশু মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয় এবং পিএসসি পরীক্ষা চলাকালিন সময়ের মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে বিয়ের দিন ধার্য করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর