২১ নভেম্বর, ২০১৭ ২০:০৬

বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার্থে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য : পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার্থে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব কর্মদক্ষতার পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। মুক্তিযুদ্ধের মাঝেই আমাদের সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর জন্ম হয়। মহান স্বাধীনতা সংগ্রামে এদেশের আপামর মুক্তিকামী জনতার সাথে একাত্ম হয়ে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ সম্মিলিতভাবে মৃত্যুর শপথে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দেশ মাতৃকার স্বাধীনতা অর্জন ও বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার্থে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং রাশেদ আমিন ও অন্যান্য অতিথিরা সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন। অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম তাজুল ইসলাম তাজ, উবায়দুল মোকতাদির চৌধুরী, আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, আমির হোসেন, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবারবর্গ ও সুধীবৃন্দ অংশ নেন।

বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর