২১ নভেম্বর, ২০১৭ ২০:৫৬

বলেশ্বর নদীতে অর্থনৈতিক জোনের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা দল

বাগেরহাট প্রতিনিধি:

বলেশ্বর নদীতে অর্থনৈতিক জোনের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা দল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীর মোহনায় অর্থনৈতিক জোন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে চীনের একটি প্রতিনিধি দল। চীনের গ্রেটনেচ ট্রেড ফোসান গ্রুপের প্রধান স্টিভ লি জাং ও বাংলাদেশের ফোসান গ্রুপের চেয়ারম্যারম্যান জিয়াউদ্দিন শাহিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার দুপুরে প্রস্তাবিত এলাকাটি পরিদর্শন করেন। 

প্রতিনিধি দলটি আকাশ পথে প্রস্তাবিত এলাকা পরিদর্শন শেষে বিকালে সন্ন্যাসী বাজারে পানগুছি অডিটরিয়ামে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। 

চীনের গ্রেটনেচ ট্রেড ফোসান গ্রুপের প্রধান স্টিভ এ সময় বলেন, বাগেরহাটের বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় আমতলী এলাকায় ‘ইয়েচ ইকোনোমী জোন’ স্থাপিত হলে চট্টগ্রাম, মোংলা, বেনাপোল স্থল বন্দর এলাকায় নৌপথে মালামাল সরবরাহ সহজতর হবে। এই এলাকায় অনেক শিল্প কারখানাও গড়ে উঠবে। 


বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর