২২ নভেম্বর, ২০১৭ ০৯:৪৪

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত, ১১ জেলে উদ্ধার

অনলাইন ডেস্ক

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত, ১১ জেলে উদ্ধার

প্রতীকী ছবি

সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা, ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। 

নিহত দস্যুর নাম পলাশ ওরফে গামা মণ্ডল (৩৫)। তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, দস্যু মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে বুধবার রাতে  সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 


বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর