২২ নভেম্বর, ২০১৭ ১৪:৫৪

'গ্রিন তেতুঁলিয়া, ক্লিন তেঁতুলিয়া'

পঞ্চগড় প্রতিনিধি

'গ্রিন তেতুঁলিয়া, ক্লিন তেঁতুলিয়া'

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে 'গ্রিন তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া' শিরোনামে একটি সামজিক আন্দোলন শুরু হয়েছে।হিমালয় কন্যা খ্যাত তেঁতুলিয়াকে পরিচ্ছন্ন ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেয়া এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস।তার সঙ্গে যোগ দিয়েছেন এলাকার তরুণ ও যুব সমাজ।

বুধবার সকালে বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়কের দু'ধারে কয়েক কিলোমিটার রাস্তার দু'পাশ পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, তেঁতুলিয়া ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান কাজি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান, উপজেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর