২২ নভেম্বর, ২০১৭ ১৮:১৬

নকল সরবরাহকারী শিক্ষককে ইউএনও’র ভর্ৎসনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নকল সরবরাহকারী শিক্ষককে ইউএনও’র ভর্ৎসনা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা কেন্দ্রে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক তালাত মাহমুদকে ভর্ৎসনা করেছেন ইউএনও। আর কখনো এ কাজ করবেন না মুচলেকায় ওই শিক্ষককে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয়া হয়। তালাত মাহামুদ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, গত মঙ্গলবার সমাপনীর সমাজ বিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষক তালাত মাহামুদকে নকলসহ হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষক তালাতকে নিয়ে যাওয়া হয় উপজেলার ইউএনও’র কার্যালয়ে। সেখানে ইউএনও তার বিরুদ্ধে আনীত অভিযোগ শোনেন। ইউএনও’র জিজ্ঞাসাবাদে শিক্ষক তালাত অভিযোগের সত্যতা স্বীকার করে আর কখনো এ ধরনের অন্যায় কাজ করবেন বলে মুচলেকা দেন। এ সময় ইউএনও তাকে ভর্ৎসনা করে ছেড়ে দেন।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের ইউএনও দীপক কুমার। 

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর