২২ নভেম্বর, ২০১৭ ১৮:৩০

ধান কাটার মধ্য দিয়ে কলাপাড়ায় নবান্ন উৎসব শুরু

কলাপাড়া(পটুয়াখলী)প্রতিনিধি:

ধান কাটার মধ্য দিয়ে কলাপাড়ায় নবান্ন উৎসব শুরু

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠানিকভাবে ধান কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে নবান্ন উৎসব। আজ হরিগুরু চাঁদ মতুয়া মিশন কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, লোকজও সংঙ্গীত, কবি গান, নামকীর্তন ও অন্ন প্রসাদ বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচির উদ্ভোধন করেন শ্রীধাম ওড়াকান্দি মতুয়া মিশনের কেন্দ্রীয় প্রধান প্রতিভু অবতার শ্রী পদ্মনাভ ঠাকুর। 

পৌর শহরের নাচনাপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গনে মতুয়া মিশন উপজেলা শাখার সভাপতি অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির মহা সচিব সঞ্জয় দাস, সিনিয়র সহ-সভাপতি ডাক্তর গকুল চন্দ্র প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান, জেলা পরিষদ সদস্য মো.ফিরোজ শিকদার,কৃষি কর্মকর্তা মো.মশিউর রহমান, কলাপাড়া থানার ওসি মো.আলাউদ্দিন মিলন,টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু সহ স্থানীয় মতুয়া মিশন ও সনাতন ধর্মালম্বী শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মতুয়া মিশন কমিটির উপদেষ্টা যতীন্দ্রনাথ বিশ্বাস জানান, এই প্রথম বারের মত বনার্ঢ্য আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর