২২ নভেম্বর, ২০১৭ ১৯:১৯

আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

মাগুরা প্রতিনিধি:

আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া বাজারে আজ স্থানীয় আওয়ামী লীগের দু,গ্রুপের সংঘর্ষে ৬টি দোকান ও বাড়িঘরে হামলা ভাঙচুর হয়েছে। 

দলীয় আধিপত্য নিয়ে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারের সমর্থকদের সাথে আওয়ামী লীগ নেতা পিকুল মোল্যার সমর্থকদের পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এসময় ১টি দোকানে আগুন দেয়াসহ ৬টি দোকান ও বাড়িঘরে হামলা ভাঙচুর হয়। 

হামলা ভাঙচুরের শিকার বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কবির শেখ, আব্দুল কুদ্দুসসহ অন্যরা জানান, গত ২৯ জুন স্থানীয় বিনোদপুর ইউনিয়নের আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ হয়। এসময় ঘুল্লিয়া এলাকায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নানের উপর হামলা চালায় বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারের লোকজন। এ হামলার ঘটনায় ঘুল্লিয়া গ্রামে আব্দুল মান্নান শিকদারের সমর্থক পিকুল মোল্যার লোকজন ঘুল্লিয়া গ্রামে মিজানুর রহমান শিকদারের সমর্থকদের বাড়িঘরে ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এ ভাংচুর লুটপাটের দায়ে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য পিকুল মোল্লাসহ আব্দুল মান্নান সমর্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়। এ মামলায় দির্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার পিকুলসহ ১১ জন মাগুরার আদালত থেকে জামিন লাভ করে। এ জামিন প্রাপ্তির পরদিন পূর্ব শত্রুতাসহ ওই মামলা দায়েরের কারণে আজ অতর্কিতে ঘুল্লিয়া বাজারে ধারালো অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে হামলা চালায় পিকুল ও তার লোকজন। তারা মিজান শিকদারের সমর্থক দাবি করে প্রথমে এই বাজারের কবির শেখের দোকানে অগ্নিসংযোগসহ ভাঙচুর, লুটপাট করে। পরে একই বাজারের আব্দুল কুদ্দুস, জাকির হোসেন, আব্দুল ওয়াহাব, লাভলু মিয়ার দোকানে ও ঘুল্লিয়া বাজার সংলগ্ন আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে হামলা ভাংচুর চালায়। পরে মহম্মদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
এদিকে এই হামলার দায় অস্বীকার করেছে ঘুল্লিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পিকুল মোল্লা। তিনি বলেন, মিজান শিকদারের গ্রুপের অভ্যন্তরীণ দলাদলি নিয়ে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুজ্জামান বলেন, হামলার খবর পাওয়া মাত্রই মহম্মদপুর থানা পুলিশ এখানে উপস্থিত হয়। ক্ষতিগ্রস্থ দোকানিরা তাদের মালামাল নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর