শিরোনাম
২২ নভেম্বর, ২০১৭ ২০:৫৮

ঠাকুরগাঁওয়ে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রিনা বেগম নামে এক নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সদর থানায় মামলা হয়েছে। 

মামলার অভিযোগে জানা যায়, গত ১৩ই নভেম্বর দুপরে সদরের হরিরারায়নপুর (মাষ্টারপাড়া) গ্রামের ওই নারীকে একই গ্রামের মৃত ইসাহাক আলী ছেলে মাহাবুব, ওয়াজেদ আলী ও মেয়ে দুলালী যোগসাজস করে ওই নারীকে একা পেয়ে লাঠিশোটা দিয়ে বেধরক মারপিট করে। এসময় আসামি মাহাবুব ওই নারীকে বিবস্ত্র করে মেরে ফেলার হুমকি দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ অবস্থায় ৯দিন ধরে হাসপাতালের বিছানায় পরে আছেন ওই নারী। 

এ ঘটনার পর গতকাল রাতে রিনা বেগম বাদি হয়ে মাহাবুবকে প্রধান আসামি করে আরো দু'জনের নাম উল্লেখ্য করে সদর থানায় মামলা দায়ের করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আশা করছি পুলিশ বিষয়টি সুষ্ঠ তদন্ত করবেন।   
এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, থানায় অভিযোগ দিয়েছি আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর