২৩ নভেম্বর, ২০১৭ ১৪:১০

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের ফাঁসির আদেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের ফাঁসির আদেশ

নেত্রকোনার আটপাড়ায় জমি বিরোধের জেরে কৃষক আবুল মনসুরকে কুপিয়ে হত্যার দায়ে একই উপজেলার মো. হেলিমের ছেলে মো. রুবেল মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। পলাতক আসামি রুবেল মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, জেলার আটপাড়া উপজেলার মোগলহাটা গ্রামের মো. হেলিমের ছেলে মো. রুবেলের জমি নিয়ে বিরোধ হয় একই এলাকার কৃষক আবুল মনসুরের সাথে। এরই জেরে ২০১২ সালের ৮ আগস্ট উপজেলার গণেশের বিলে আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করে। ১০ আগস্ট মৃতের পিতা সিদ্দিক মিয়া ৩ জনকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৩ সনের ২১ মে একজনকে আসামি করে পুলিশ চূড়ান্ত চার্জশিট আদালতে দাখিল করে। মোট ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত পলাতক আসামি রুবেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। 

বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর