২৩ নভেম্বর, ২০১৭ ১৬:৫৬

সর্ব সাধারণের জন্য উন্মুক্ত হলো ঠাকুরগাঁও বিজিবি হাসপাতাল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সর্ব সাধারণের জন্য উন্মুক্ত হলো ঠাকুরগাঁও বিজিবি হাসপাতাল

ঠাকুরগাঁওয়ে প্রায় দুইশ' কোটি টাকা ব্যয়ে নির্মিত ঠাকুরগাঁও বিজিবি হাসপাতাল জেলার সর্ব সাধারণের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার লক্ষে আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে রংপুর রিজিয়নের ব্রিগেডিয়ার একে এম সাইফুল আলম হাসপাতালে সর্ব সাধারনের সেবার কার্যক্রম উদ্বোধন করেন।

বিগ্রেডিয়ার সাইফুল আলম জানান, ধনী-গরীব নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সব চেয়ে কম মূল্যে সেবা দিতে চায় ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতাল। এছাড়া হাসপাতালটি উন্নত অবকাঠামো, প্রযুক্তিগত উৎকর্ষতা, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনশক্তির মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সদা প্রস্তুত৷

বর্ডার গার্ড হাসপাতাল সূত্র জানান, হাসপাতালে বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রো এন্টারোলজী, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেড্রিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন৷

তাছাড়া আধুনিক ও উন্নত প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্কিন, ইসিজিসহ ডায়াগনস্টিক সেবাও চালু রয়েছে। ইতিমধ্যে জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ডাক্তার নিয়োগ পেলেই কাঙ্খিত সেবা পাবে আশে পাশের কয়েক জেলার মানুষ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল লিয়াকত আলী, বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মোকতার হোসেন, ডা: ইহসানুল ইসলাম ইহ্সান, শিশু বিশেষজ্ঞ ড. শাহিন  আক্তার।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর