২৩ নভেম্বর, ২০১৭ ১৮:১৬

বগুড়ায় ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড

বগুড়ার সোনাতলা উপজেলায় ইভটিজিংয়ের দায়ে ৩ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে।
কারাদণ্ডপ্রাপ্ত হলো, উপজেলার দড়িহাসরাজ গ্রামের আঙ্গুল ব্যাপারীর ছেলে নয়ন ব্যাপারী (২০) ও একই গ্রামের মকবুল মন্ডলের ছেলে সুমন মন্ডল (২২) কে দুই মাসের কারাদণ্ড এবং আনছার মন্ডলের ছেলে ইদ্রিস আলী (২১) কে এক মাসের কারাদণ্ড দেওয়া

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলম হরিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় জানতে পারেন কিছু বখাটে ছেলে স্কুল ছাত্রীদের উত্যক্ত করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর