২৩ নভেম্বর, ২০১৭ ১৯:৫০

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নৌ বাহিনীর জয়

মাগুরা প্রতিনিধি:

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নৌ বাহিনীর জয়

বৃহস্পতিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলার নির্ধারিত সময়ে কোন দলই তাদের কাঙ্খিত গোলের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিতে পারেনি। অবশেষে টাইব্রেকারে আছাদুজ্জামান ফুটবল একাডেমীকে বাংলাদেশ নৌ বাহিনী ৪-২ গোলে পরাজিত করেছে।

২য় কোয়ার্টার ফাইনাল খেলায় দু’দলই দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। কিন্তু গোল নামক সোনর হরিণটির দেখা পাননি। নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হওয়ায় ২০ মিনিট কমিয়ে ৭০ মিনিটের খেলা হয়। খেলার শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে এগিয়ে যায়। দু’দলের খেলা দেখে দর্শকরা আনন্দ উপভোগ করেছে। তবে তাদের গোল দেখার প্রত্যাশা কোনদলই পুরোন করতে পারেনি।
টাইব্রেকার শর্ট নেবার সময় আছাদুজ্জামান একাডেমীর ২ খেলোয়াড়ের বল বাংলাদেশ নৌ বাহিনীর গোল রক্ষক শাহরিয়ার সোহেল প্রতিহত করেন। এছাড়া আরো একটি বল সাইড বারের পাশ কেটে বেরিয়ে যাওয়ায় বাংলাদেশ নৌ বাহিনী ৪-২ গোলে বিজয়ী হয়।
আছাদুজ্জামান ফুটবল একাডেমী আয়োজিত বসুন্ধরা সিমেন্টের পৃষ্টপোশকতায় অনুষ্টিত টুর্নামেন্টের খেলা শেষে বিয়জীদলের ইব্রাহীমের হাতে ম্যাচ সেরার পুরুষ্কার তুলেদেন মাগুরা জেলা পুলিশ সুপার মুনিবুর রহমান।
আগামী শনিবার ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন আছাদুজ্জামান ফুটবল একাডেমী ও বাংলাদেশ নৌ বাহিনী।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর