শিরোনাম
২৪ নভেম্বর, ২০১৭ ১৫:৪৮

'রক্ত দিন জীবন বাঁচান' শ্লোগানে বীরগঞ্জে রক্তদান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি:

'রক্ত দিন জীবন বাঁচান' শ্লোগানে বীরগঞ্জে রক্তদান কর্মসূচি

'আপনার দান করা রক্ত বাঁচাতে পারে একজন মানুষকে' এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের আয়োজনে বিট কম্পিউটার ও বীরগঞ্জ নিউজ ডটকম এবং বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সহযোগিতায় বিট কম্পিউটারের কার্যালয়ের সামনে দিনব্যাপী এ রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের চিকিৎসক মোঃ আজগর আলী, সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ জাহাঙ্গীর আলম দুলাল, বীরগঞ্জ নিউজ ডটকমের সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি প্রভাষক দেবাংশু দাশ রানা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ লতিফুর রহমান প্রমুখ।

দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের চিকিৎসক মোঃ আজগর আলী জানান, রক্তদান কোন দুঃসাহসিক কাজ নয়, এটা একজন মানুষের শ্রেষ্ঠতম স্বদিচ্ছা। একজন সুস্থ মানুষের দেয়া রক্ত বাঁচাতে পারে একজন দুর্ঘটনা কবলিত, দুর্যোগ পীড়িত ও অসহায় মুমূর্ষ রোগীর জীবন। 

দিনব্যাপী কর্মসূচিতে প্রায় শতাধিক ব্যক্তি রক্ত দান করেছেন বলেও তিনি জানান।


বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর