২৪ নভেম্বর, ২০১৭ ১৬:৫৮

উৎকোচ ছাড়া নিবন্ধন হয় না, ঝিনাইগাতিতে চলছে কর্মবিরতি

শেরপুর প্রতিনিধি

উৎকোচ ছাড়া নিবন্ধন হয় না, ঝিনাইগাতিতে চলছে কর্মবিরতি

শেরপুরের ঝিনাইগাতিতে নিবন্ধন কর্মকর্তা (সাব রেজিস্টার অফিস) আব্দুর রহমান ভূইয়াকে উৎকোচ না দিলে দলিলের নিবন্ধন হয় না বলে অভিযোগ উঠেছে।

দলিল লেখকদের অভিযোগ, সঠিক কাগজপত্র দিলেও উপনিবন্ধককে প্রতি দলিলে ১ হাজার ৮০০ টাকা দিতে হয়। এছাড়া এনআইডি বাবদ ৫০০ টাকা, লেট ফি বাবদ ৫০০, ভায়া দলিল না থাকলে ১ হাজার টাকা দিতে হয়।

এছাড়া অছিয়ত নামা, বন্টন পত্র, বিনিময় দলিল, ব্যাংক মরগেজ, আমোক্তারনামা ও ঘোষণা পত্রে ১০ থেকে ৫০ হাজার টাকার নিচে দলিলে সই করেন না এই সাব রেজিস্টার।

এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে অফিসের কর্মীরা কর্মবিরতিতে আছেন। দলিল লেখকরা এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। সংবাদ সম্মেলনে ওই সাব রেজিস্টারের নামে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ জানিয়েছেন, অভিযুক্ত সাব রেজিস্টারের এমন কার্যক্রমের বিচার চেয়ে জেলা নিবন্ধকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

সাব রেজিস্টার আব্দুর রহমার ভূইয়া তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলিল সংক্রান্ত মূল কাগজপত্র দিতে বলায় দলিল লেখকরা দলিল করা বন্ধ করে দিয়েছেন।

বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর