২৫ নভেম্বর, ২০১৭ ১০:৫১

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৯টার সময় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ মুক্তযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ও শিশু-কিশোরদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

এছাড়া বেলা ১১টায় গ্রিণভিউ উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিকাল ৩টায় নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র (ওরা ১১ জন) প্রদর্শনের আয়োজন করা হয়েছে।


বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর