২৫ নভেম্বর, ২০১৭ ১১:৪৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে গলাচিপায় আনন্দ র‌্যালি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে গলাচিপায় আনন্দ র‌্যালি

স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘৭ই মার্চের ভাষণ’ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় দেশব্যাপী আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ সকাল ১০ টায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। 

র‌্যালিতে অংশ নেন সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময়ে বঙ্গবন্ধুর ‘৭ই মার্চের ভাষণ’ মাইকে প্রচার করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। 

বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর