২৫ নভেম্বর, ২০১৭ ১২:২০

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিষ্টারে অন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। 

পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা প্রশাসক উম্মে  সালমা তানজিয়া, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 


বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর