২৫ নভেম্বর, ২০১৭ ১২:৪০

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের উত্তর তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হন সবাই।

সভায় জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তিদাস, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। 

বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর