২৫ নভেম্বর, ২০১৭ ১২:৫৪

নোয়াখালীতে বিশাল শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিশাল শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি পাওয়ায় নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাইজদী শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।  

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মাঠে জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম- সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড.মাহে আলম, এলজিইডির নিবাহী প্রকৌশলী এম ছাওার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোঃ শাহজাহান, সহ-সভাপতি আবু তাহের, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সরকারী ও বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী, স্কুল কলেজ ও মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কুতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোর।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রদর্শন করা হয়।

 

বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর