২৫ নভেম্বর, ২০১৭ ১৩:৪৫

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে টাঙ্গাইলে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে টাঙ্গাইলে শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এর আগে শহরের আশেকপুর বাইপাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

শোভাযাত্রায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইচ, রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর