২৫ নভেম্বর, ২০১৭ ১৪:০০

শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর আগে উপজেলা পরিষদে নির্মিত অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।  

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ স্কাউট, দিবাস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ভিক্টারিয়া উচ্চ বিদ্যালয়, আনসার বিডিবি, চা শ্রমিক ইউনিয়ন,  বিটিআরআই উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, জালালাবাদ গ্যাস, রেলওয়ে শ্রমিকলীগ, কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয়, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ডার গার্ড হাই স্কুল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, শাহ্  মোস্তফা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামি ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা কল্যান সংসদ, গ্যাস ট্রান্সমিশন কোম্পনী, পাউয়ার গ্রিড কোম্পানী ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, 
ও ছাত্রলীগ।  


বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর