২৫ নভেম্বর, ২০১৭ ১৪:০২
৭ মার্চ ভাষণের স্বীকৃতি

মির্জাপুরে আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুরে আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শনিবার সকাল ১০টায় মির্জাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

শোভাযাত্রায় জনপ্রতিনিধি, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর