২৫ নভেম্বর, ২০১৭ ১৫:৩০

নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরী অব দ্য ওয়ার্ল্ড রেজিষ্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা সদরের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে সম্মিলিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

এ সময় শোভা যাত্রায় নেতৃত্বদেন স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রিড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এছাড়াও র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাস খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল টুকু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহিন, ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সাবেক ছাত্র নেতা শামছুর রহমান ভিপি লিটন, মহিলালীগের সম্পাদক হাবিবা রহমান শেফালী প্রমুখ। 

এসময় নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিান, ব্যাংক, সরকারী বেসরকারী অন্যান্য সকল প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে পুস্পস্তবক অর্পন শেষে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। অন্যদিকে জেলার প্রতিটি উপজেলা সদরে প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়। 


বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর