২৫ নভেম্বর, ২০১৭ ১৫:৪৪

বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে মেহেরপুরে শোভাযাত্রা

মেহেরপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে মেহেরপুরে শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রদান করায় মেহেরপুরের আনন্দ র‌্যালি বের করা হয়েছে।  শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এ আনন্দ র‌্যালি বের হয়। 

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামছুজোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

র‌্যালিতে অন্যদের মধ্যে জেলা প্রাশসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান উপস্থিত ছিলেন। পরে শহীদ সামছুজোহা পার্কে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 


বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর