২৫ নভেম্বর, ২০১৭ ১৬:৩০

নীলফামারীতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী শহরে বর্ণিল আয়োজনে স্মরণীয় করে রাখায় হয় ইউনেস্কোর স্বীকৃতিকে। 

আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বড় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। 
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। 

সকাল থেকে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মীরা খন্ড খন্ড র‌্যালি নিয়ে যোগ দেন।


বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর