Bangladesh Pratidin

প্রকাশ : ৭ ডিসেম্বর, ২০১৭ ১৯:৫৭ অনলাইন ভার্সন
শিক্ষার সমান অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নরসিংদীতে শিক্ষক সমাবেশ
নরসিংদী প্রতিনিধি
শিক্ষার সমান অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নরসিংদীতে শিক্ষক সমাবেশ

"সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিতকরণ, একমাত্র সমাধান জাতীয়করণ" এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। আজ বৃহস্পতিবার সন্ধায় নরসিংদীর সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূঞার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক ফকির, মোঃ মতলব হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, কার্যকরী সদস্য মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম নরসিংদী জেলা শাখার আহ্ববায়ক মোঃ আমিনুল হক সহ বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম জেলা শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম জেলা শাখার সদস্য সচিব মোঃ আফজাল হোসেন কাজল।

বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow