১১ ডিসেম্বর, ২০১৭ ১১:২৩

হবিগঞ্জে বই ও লিফলেটসহ ৫ জেএমবি আটক

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বই ও লিফলেটসহ ৫ জেএমবি আটক

প্রতীকী ছবি

হবিগঞ্জে গোপন বৈঠক থেকে ৫ জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের আজ দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বিজয় দিবসে নাশকতা সৃষ্টির জন্য জেএমবি সদস্যরা হবিগঞ্জ শহরতলীর নারায়ণপুর গ্রামে এক বাড়িতে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫ জেএমবি সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির নারায়নপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী আবুল কালাম (৫০), আল মদীনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেএমবি সদস্যদের থানায় সোপর্দ করেছে র‌্যাব। তাদের নিকট থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।  

বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর